
ভর্তি পরীক্ষার হলে প্রশ্নপত্র পেতে দেরি হওয়ায় হল রুমের দেয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লিখায় পরীক্ষা দিতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বি ইউনিটের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী।
বুধবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সকালের শিফটে কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীরর নাম মেহেদি হাসান। তার বাড়ি ঢাকার সাভারে।
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া বলেন, ছেলেটা পরীক্ষার নিয়ম জানে না। ও কক্ষে অশোভন আচারণ করেছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে মত প্রকাশ করছে। আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে এসেছি। জিজ্ঞেসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
সূত্রঃডেইলি-বাংলাদেশ
Leave a Reply