
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরের মেঘনায় নেমেছেন জেলেরা। তবে তাদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে হতাশা নিয়েই ফিরছেন তারা।
মঙ্গলবার দুপুরে সদরের মজুচৌধুরী হাট, কমলনগরের মতিরহাট ও রামগতির আলেকজান্ডার মাছঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। ফলে সকাল থেকে দুশ্চিন্তা নিয়েই ঘাটে ফিরেছেন জেলেরা। খালি বাক্স নিয়ে বসে আছেন আড়তদাররা। একই সঙ্গে ইলিশের অপেক্ষায় পাইকাররা। জেলার রায়পুর ও রামগতির মেঘনা নদীর পাড়েও একই চিত্র।
ইলিশের অপেক্ষায় আড়তদাররা
কয়েকজন জেলে জানান, একেকটি নৌকায় পাঁচ-সাতজন জেলে নিয়ে নদীতে ইলিশ শিকারে যান তারা। ইঞ্জিনচালিত নৌকায় তেলসহ খরচ হয় ছয় হাজার টাকা। অথচ ইলিশ পেয়েছেন তিন হাজার টাকার।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ গভীর পানিতে যাওয়ায় ও বৃষ্টি না হওয়ায় জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। তবে হতাশ হওয়ার কিছু নেই। আবহাওয়া পরিবর্তন হলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।
সূত্রঃডেইলি-বাংলাদেশ
Leave a Reply