আগামী পহেলা বৈশাখে ছায়ানট তাদের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এবার ‘আলোর পথে মুক্তির আহ্বান’ শিরোনামে হবে আয়োজন।
এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছরের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
এবারের আয়োজনের মূল ভাবনা—‘আমার মুক্তি আলোয় আলোয়’। সম্মেলনের শুরুতেই সমবেত কণ্ঠে এই গান পরিবেশন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।
লিখিত বক্তব্যে লাইসা আহমদ লিসা বলেন, ‘এ বছর ছায়ানট ৫৮তম বর্ষবরণের আয়োজন করছে। বিশ্বজুড়ে মানবতা ও মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে আমরা একে অপরের হাত ধরে আশার পথে এগিয়ে চলতে চাই।’
তিনি জানান, এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষের প্রতি ভালোবাসার গান এবং আত্মবোধনের সুরবাণী দিয়ে। থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক পরিবেশনা ও ৩টি আবৃত্তি। অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে, ভৈরবী রাগালাপ দিয়ে।
আয়োজনের সমাপ্তি হবে ডা. সারওয়ার আলীর ‘ছায়ানটের কথন’ পাঠের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে ছায়ানটের প্রাণ সনজীদা খাতুনকে স্মরণ করে নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, ‘সংগীতজ্ঞ সন্জীদা খাতুন আজ আমাদের মাঝে নেই, তবে তার দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে—এই আয়োজনই হবে তার প্রতি আমাদের শ্রদ্ধা।’
তিনি আরও বলেন, ‘ছায়ানট মনে করে, এ প্রভাতি আয়োজন বাঙালি জাতিসত্তার বোধ জাগাতে সহায়তা করবে। এই আয়োজন যেন শুধুমাত্র একদিনের সংস্কৃতি চর্চা না হয়ে, মানুষের মানবিক উন্মেষ ও প্রেরণার উৎস হয়।’
সংবাদ সম্মেলনের শেষে পরিবেশিত হয় দুইটি গান—‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ ও ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’।