বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

‘শেষের কবিতা’ নাটক মঞ্চায়নে তৌহিদি জনতার বাধা, বিক্ষোভের ডাক

তৌহিদি জনতা

তৌহিদি জনতা
রাজধানীর মহিলা সমিতি মঞ্চে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজন করেছিল তাদের জনপ্রিয় নাটক ‘শেষের কবিতা’র নতুন পরিবেশনা। তবে ‘তৌহিদী জনতা’র আপত্তির কারণে সেই আয়োজন বাধার মুখে পড়েছে।

নাট্যদল প্রাঙ্গণেমোরের সূত্রে জানা যায়, সব প্রস্তুতি সম্পন্ন করে মঞ্চায়নের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল ১৩ ও ১৪ এপ্রিল। এই উপলক্ষে প্রচার, প্রকাশনা ও হল ভাড়াসহ সব ধরনের ব্যয়ও সম্পন্ন হয়েছে। কিন্তু নাট্যদলের সদস্য ও নির্দেশক নূনা আফরোজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে জানান, মহিলা সমিতি কর্তৃপক্ষকে ‘তৌহিদী জনতা’ চিঠি দিয়ে জানিয়েছে, এই নাটক যেন মঞ্চায়নের অনুমতি না দেওয়া হয়।

নূনা আফরোজ লিখেছেন, “আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। মহিলা সমিতিকে বলেছি, প্রশাসন যদি সহায়তা করতে না পারে তাহলে আমরা হয়তো প্রদর্শনী বাতিল করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে—প্রতিনিয়ত এমন প্রতিবন্ধকতায় আমাদের শিল্পচর্চা কি থেমে যাবে?”

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে প্রাঙ্গণেমোর নাট্যদল। রোববার (১৩ এপ্রিল) বিকাল ৫টা ৩০ মিনিটে মহিলা সমিতি মঞ্চের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তারা। দলের প্রতিষ্ঠাতা অনন্ত হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতি অঙ্গনের অন্যান্য নাট্যকর্মীরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষায় একসাথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় ‘তৌহিদী জনতা’র আপত্তির কারণে দেশে একাধিক নাট্য বা সাংস্কৃতিক আয়োজন বাধাগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন
তৌহিদি জনতা

‘শেষের কবিতা’ নাটক মঞ্চায়নে তৌহিদি জনতার বাধা, বিক্ষোভের ডাক

রাজধানীর মহিলা সমিতি মঞ্চে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজন করেছিল তাদের জনপ্রিয় নাটক ‘শেষের কবিতা’র নতুন পরিবেশনা। তবে ‘তৌহিদী জনতা’র আপত্তির কারণে

বিস্তারিত »