আগামী ১১ এপ্রিল ঢাকাসহ দেশের চার শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত করেছে আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কনসার্টটি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজকরা ফিলিস্তিনের পরিস্থিতির প্রতিবাদে এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রাথমিকভাবে কনসার্টটি ১১ এপ্রিল আয়োজন করার পরিকল্পনা ছিল, কিন্তু পরে তা ১২ এপ্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অবশেষে, আয়োজকরা তা সম্পূর্ণরূপে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দীন চৌধুরী।
তিনি বলেন, “ফিলিস্তিনে চলমান অত্যাচার এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এই কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্ত আমাদের সমাজে মানবাধিকার ও শান্তির প্রতি এক ঐক্যবদ্ধ বার্তা পৌঁছাবে।”
ঢাকায় কনসার্টে অংশগ্রহণের কথা ছিল নগরবাউল, ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ার সার্চ, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আবরার শাহরিয়ার সহ আরও অনেক জনপ্রিয় শিল্পীর। চট্টগ্রামে মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সাসসহ আরও অনেক শিল্পী পারফর্ম করার কথা ছিল।
এ ছাড়াও, বগুড়ায় আর্টসেল, অ্যাভয়েড রাফা, মিজান, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, এবং খুলনায় ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কণা, নাসির, তাহসান খান সহ আরও অনেক শিল্পী পারফর্ম করার কথা ছিল।
এই সিদ্ধান্তটি বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিবাদকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। ফিলিস্তিনে সহিংসতা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপও বাড়ছে।
‘স্বাধীনতা কনসার্ট’-এর আয়োজকরা জানান, এই কনসার্টটি স্থগিত হলেও তাদের উদ্দেশ্য একটাই- মানবাধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে সারা বিশ্বে একটি শক্তিশালী বার্তা প্রদান করা।