মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইসলামি ফোবিয়ায় আক্রান্ত টিভি অনুষ্ঠান ইত্যাদি, নারী বিদ্বেষ নিয়েও বিতর্ক

বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছেন বিতর্কিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার সরকারের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে উগ্র ইসলামি গোষ্ঠিগুলো। প্রগতিশীল হিসেবে এগিয়ে চলা দেশটি বিরট ধাক্কা খেয়েছে। এরইমধ্যে দেশের সর্বত্র ছড়িয়েছে উগ্রবাদ। বিশেষ করে নারীরা কোনঠাসা হয়ে পড়েছেন। অবরুদ্ধ হয়েছে মুক্ত চিন্তা, সাংস্কৃতিক কার্যক্রম ও স্বাধীন সাংবাদিকতা।

নাটক, গান ও সিনেমার আঙিনায় নেমে এসেছে বিপর্যয়। বেশ কজন নায়িকাকে বাঁধার মুখে পড়তে হয়েছে। নাটক ও সিনেমায় বসছে অবাঞ্চিত সেন্সর৷ এমন অবস্থায় দারুণ সমালোচনার মুখে পড়েছে দেশটির ঐতিহ্যবাহী টিভি অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেতের রচনা, গ্রন্থনা ও উপস্থাপনার এই প্রোগ্রামটি সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় শুটিং করতে গিয়ে জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম ও হিজবুত তাহরীরের কর্মীদের হামলার শিকার হয়। সরকারি টিভি চ্যানেল বিটিভির অনুষ্ঠান ইত্যাদি। তাই সরকারের ভাবমূর্তি রক্ষা করতে বিষয়টি ইউনূস সরকারের চাপে এড়িয়ে গিয়ে একটি সামান্য গোলমাল হয়েছে বলে দাবি করেন হানিফ সংকেত।

তবে ঈদের পর্বের শুটিংয়ের সময়ই টের পাওয়া গেল ঘটনা সামান্য গোলমালের ছিল না। ইসলামি উগ্রবাদী গোষ্ঠীগুলোর হামলার ভয়ে এবারের ইত্যাদির শুটিং করা হয়েছে ইনডোরে। যা গেল কয়েক বছর ধরে দেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে করা হচ্ছিল। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠান যেখানে হামলার আশংকায় গৃহবন্দী সেখানে দেশটির সার্বজনীন শিল্প সংস্কৃতি চর্চার করুণ অবস্থা অনুমেয়।

তারচেয়েও বড় বিতর্ক তৈরি করেছে গেল রোজা ঈদের ইত্যাদি। এর পরতে পরতে নারী বিদ্বেষ দর্শককে আহত করেছে, ব্যথিত করেছে। অনেকে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার হয়ে হানিফ সংকেতের সমালোচনা করছেন। তাদের মধ্যে ভাইরাল হয়েছে কিছু স্ট্যটাস। যার একটি দিয়েছেন নজরুল নুরুল।

তিনি দীর্ঘ স্ট্যাটাসে লিখেছেন, ইত্যাদির নাটিকা, গান, ছোয় স্কিড; সব নারী বিরোধী। শুধু সুক্ষ্মভাবে নয়, রীতিমত ইচ্ছে করে প্রত্যেকটা পর্বে-অভিনয় কিংবা সংলাপে-নারীকে এমনভাবে হেয় করা হয়েছে যে, যেটা এর আগে মূলধারার গণমাধ্যমে দেখা যায়নি। এসব আয়োজনে শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, এফএস নাঈম-নাদিয়া এবং ইন্তিখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তৌসিফ, বুবলী, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, নাসির উদ্দিন খানের মতো তারকারা অংশ নিয়েছেন দেখে বিস্ময় প্রকাশ করছেন সবাই! হানিফ সংকেত ব্যক্তজীবনেও একজন নারী বিদ্বেষী, ইসলামি ফোবিয়ায় আক্রান্ত বলেও মন্তব্য করছেন অনেকে। বিশেষত, নারীরা তাদের অশ্লীল পোশাকের কারণে ধর্ষণের শিকার হন- এমন অবান্তর ইসলামি প্রপাগান্ডাও প্রচার করেছে ইত্যাদি!

মজার বিষয় হলো হানিফ সংকেত ও ইত্যাদির পেজে হাজার হাজার নেগেটিভ মন্তব্য সব মুছে ফেলা হয়েছে। কেবল প্রশংসাগুলোই শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এমন নৈতিক পতন দেখে হতাশ ভক্তরা। অনেক প্রবাসী দর্শকও বিনোদনের আড়ালে হানিফ সংকেত ও তার ইত্যাদির ধর্মান্ধতা, নারী বিদ্বেষ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

তারা দাবি করছেন, দেশের প্রধান গণমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে একটা নির্দিষ্ট জনগোষ্ঠির উদ্দেশ্যে ঘৃণা ছড়ানো কোনোভাবেই ফান হতে পারে না। এটাও মাথায় রাখা জরুরি যে, যে কোনও সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছড়ানো যে সব উপায়ে শুরু হয়, তার একটা মাধ্যম হলো ফান বা জোকস! ক্রমে সেটা পরিবারে-সমাজে ছড়িয়ে পড়ে! তারা এই ইত্যাদি প্রচারকে ইসলামি উগ্রবাদের প্রেসক্রিপশন বলেই মনে করেছেন। যার মূলে রয়েছেন ড. ইউনূস সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই মাহফুজ আলম বেশ অনেক আগে শেখ হাসিনা সরকারের আমলে নিষিদ্ধ ইসলামী সংগঠনের জঙ্গি হিসেবে গ্রেফতার হয়েছিলেন বলেও জানা যায়।

আরও পড়ুন

ইসলামি ফোবিয়ায় আক্রান্ত টিভি অনুষ্ঠান ইত্যাদি, নারী বিদ্বেষ নিয়েও বিতর্ক

বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করেছেন বিতর্কিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার সরকারের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে উগ্র

বিস্তারিত »