বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর তুরিনকে আদালতে হাজির করা হয় এবং উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানিতে তুরিনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান খান সাংবাদিকদের জানান, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আবদুল জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। এরপর থেকে একে একে সাবেক মন্ত্রী, প্রভাবশালী এমপি, আমলা ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই প্রেক্ষাপটে তুরিন আফরোজও গ্রেপ্তার হলেন।
তুরিন আফরোজ এক সময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি রাজনৈতিক বা জনপরিসরে তেমন সক্রিয় ছিলেন না। শেখ হাসিনার দেশত্যাগের দিনেই নীলফামারীর জলঢাকায় তার ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।