শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপির সংঘর্ষে নিহত ১, পরদিন বাড়িতে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার পরদিন প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে, সোমবার বিকেলে স্থানীয় কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হন। তিনি সদ্য স্পেন থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের ঘটনায় প্রতিশোধ নিতে প্রতিপক্ষের তিন নেতার বাড়িতে আগুন লাগানো হয়। তারা ফারুক কবিরাজপন্থী নেতাকর্মী হিসেবে পরিচিত। আগুনে ঘরবাড়ির আংশিক ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীরা এর আগেই পালিয়ে যায়। এখনও কেউ মামলা করেনি, তবে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয়ভাবে বিএনপির জি এম শামীম ও ফারুক কবিরাজপন্থী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল।

আরও পড়ুন
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে বিএনপির সংঘর্ষে নিহত ১, পরদিন বাড়িতে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার পরদিন প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাবুরহাট

বিস্তারিত »